পাবনার আমিনপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ শিক্ষার্থীর মৃত্যু - Pabnar Somoy

মীর্জা অপু (পাবনা):

পাবনার আমিনপুর বাধেরহাট এলাকায় পেঁয়াজবোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার মাসুমদিয়া ইউনিয়নের ছোট নওগাঁ এলাকার কাজিরহাট-কাশিনাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।এতে ঘটনা স্থানে একজন আরেক বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন- আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলম হোসেনের ছেলে মো. মুন হোসেন (২২) এবং সন্ন্যাসী বাধা এলাকার আবুল কাশেমের ছেলে সৌরভ (২০)।

নিহত মুন আমার বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেন তারা তিন বোন এক ভাই বড় বোন টা প্রতিবন্ধি ছিলেন বেশ কিছুদিন আগে তার মৃত্যু হয়। নিহত মুনের বাবা ২০২০ সালে স্ট্রোকজনিত কারণে মারা যায় ছোট দুইবোনরে বিয়ে হয়ে গিয়েছে।

একমাত্র ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিলো মুনের মায়ের।সম্প্রতি মুনের চাকরীর বিষয়ে কথা হচ্ছিলো এমনটি জানিয়েছে তার পরিবার।

অপরদিকে তার সাথে থাকা সৌরভ শেখ সে ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।সৌরভ তার পিতা মাতার একমাত্র সন্তান ছিলেন।সন্তানের এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই যুবক মোটরসাইকেলযোগে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে নগরবাড়িতে যাচ্ছিলেন। ছোট নওগাঁ গ্রাম এলাকায় পৌঁছালে নগরবাড়ি থেকে কাজিরহাটগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।মোটরসাইকেল চালক মুন ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।মোটরসাইকেল আরোহী সৌরভের ডান পা ভেঙে যায়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে তবে ঘাতক চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি ।এখনো কারও পরিবার কোনো অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0/Post a Comment/Comments