পাবনার আমিনপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ - Pabnar Somoy

মির্জা অপু,পাবনা 

পাবনার আমিনপুরে ছয় বছরের একটি শিশুকে ধর্ষণ করেছে ৫৩ বছর বয়সী এক ধর্ষক।


এ ঘটনায় ধর্ষক মোঃ রশিদ ওরফে ধলাকে আটক করেছে আমিনপুর থানার পুলিশ।পাশাপাশি ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয়রা জানান,মোঃ রশিদ দুলাল বেশ কিছুদিন ধরেই আমিনপুর ঘর জামাই হিসেবে বসবাস করে আসছে তার নিজ বাড়ি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামে।

অভিযোগে জানা যায়,বছরের শিশু মৌ তার নিজ বাড়ির সামনে খেলা ধুলা করছিলো।ধর্ষক ধলা শিশুটিকে ১০ টাকা দেয়ায় লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে।শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধলা পালিয়ে যায়।আজ সকালে তাঁকে স্থানীয়রা দেখতে পেয়ে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে।


ধর্ষক মোঃ রশিদ ধলা সে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার মোঃ আবু তালেবের ছেলে তার ২টি স্ত্রী রয়েছে বলে জানান ধলা।


বিষয়টি নিশ্চিত করে ‍আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আমলগীর হোসেন বলেন,রোববার (০৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে বাড়ির সামনে খেলছিলো শিশুটি। এ সময় বাড়ি ধর্ষক ধলা শিশুটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে তাকে ফুঁসলিয়ে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।আসামির বিরুদ্ধে আমিনপুর থানার মামলা নং- ৬/২৩৮ ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) রুজু করে আদালতে পাঠানো হয়েছে ।

0/Post a Comment/Comments