মীর্জা অপু (পাবনা) :
পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বেড়া উপজেলা বিএনপির তিন বারের সভাপতি কৈটোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আনিছুর রহমানের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শুক্রবার(২০ জুন) বাদ জুম্মা বেড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে কৈটোলা কবরস্থানে আনিছুর রহমানের কবর জিয়ারত করে ইউনিয়ন পরিষদ মাঠে দোয়া মাহফিলে যোগদেন শিমুল বিশ্বাস।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুল রহমান ফকির,সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল,পাশ্ববর্তী সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান,করমজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনু মেম্বারসহ অনেকে।
উল্লেখ্যঃ আনিছুর রহমান গেল মঙ্গলবার (১৭ জুন) রাত ১১টার দিকে ঢাকায় বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাহার স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে যান।
বুধবার (১৮ জুন) বাদ আছর ৫টা ১০ মিনিটের সময় কৈটোলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
Post a Comment