বেড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য বিতরণ কর্মসূচি পালন - Pabnar Somoy

মীর্জা অপু 

"কৃষিই সমৃদ্ধি" শিরোনামকে সামনে রেখে বেড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 

অদ্য ২৩ জুন, ২০২৫, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারিকেল চারা বিতরনের মধ্য দিয়ে বেড়া উপজেলা পরিষদে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম ও বিশেষ অতিথি বেড়া উপজেলা কৃষি অফিসার নুসরাত কবির এর উপস্থিতে বিনামূল্যে কৃষি পণ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, বীজ ও সার, নারিকেল চারা, আম, লেবু, নিম,  জাম, তাল চারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারিকেল চারা বিনামূল্যে বিতরণ করা হয়। কৃষি অফিসার নুসরাত কবীর জানান যে, আজ থেকে শুরু করে এই মাসের মধ্য বাকী বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হবে।

0/Post a Comment/Comments