মীর্জা অপু(পাবনা)
ভারতের দখলদারিত্ব মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের ফ্যাসিস্ট সরকারের কলঙ্কজনক বিচারের নামে হত্যা করা হয়েছে বলে করেন নিজামী পুত্র ব্যারিস্টার মোমেন। পাবনা- ১, আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আরো বলেন, ব্যালট বিপ্লবের মাধ্যমে শহীদ নিজামী হত্যার বদলা নিতে হবে।
অদ্য ০৮ জুন, ২০২৫, রবিবার সকাল ৯ ঘটিকা হতে বেড়া উপজেলা জামায়াতের উদ্যোগ বেড়া পৌর অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়। বেড়া উপজেলা আমীর মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু তালেব মন্ডল, আমীর, পাবনা জেলা, এমপি প্রার্থী (পাবনা-৪), প্রধান আলোচক, অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, সেক্রেটারি, পাবনা জেলা, মেয়র প্রার্থী, পাবনা পৌরসভা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল বাসেত খান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি প্রার্থী পাবনা-১, অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, এমপি প্রার্থী পাবনা-২, অধ্যাপক মিজানুর রহমান, এমপি প্রার্থী সিরাজগঞ্জ-৬, এ কে এম রফিকুন্নবী, চেয়ারম্যান, সাপ্তাহিক সোনার বাংলা, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার আব্দুল বাসেত খান বলেন, শহীদ নিজামীর রক্তে ভেজা বেড়া সাঁথিয়ার ময়দান ইসলামী আন্দোলনের জন্য উর্বর ভূমিতে পরিণত হয়েছে বলেন মন্তব্য করেন। সবাইকে ভালোবাসা দিয়ে আন্তরিকভাবে কাছে টেনে আল্লাহর সন্তুষ্টির জন্য দৃঢ়ভাবে কাজ করে যেতে হবে।
ঈদ পুনর্মিলনী এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখার কর্মপরিষদ সদস্যরা এবং বিভিন্ন ইউনিয়নের আমীর, সভাপতি ও সেক্রেটারিগণ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীগণ উপস্থিত ছিলো।
Post a Comment