নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিরোধিতা, হামলা, নির্যাতনসহ বিভিন্ন কর্মকান্ডে যুক্ত থাকা প্রধান শিক্ষক আব্দুল কাদের গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত আব্দুল কাদের বেড়া উপজেলার রতনগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি সুজানগর উপজেলার ভাটিকয়া। তার গ্রাম এলাকায় এবং স্কুল এলাকায় বিগত বছরগুলিতে আওয়ামী কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করায় অনেকের কাছেই তিনি হাসিনাপূত্র হিসেবে পরিচিত।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তার স্কুলের কিছু শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করলে তিনি সেই শিক্ষার্থীদের উপর অমানবিক অত্যাচার-নির্যাতন চালায়। কাশিনাথপুরের আন্দোলন চলাকালে তিনি বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবুর নেতৃত্বে ছাত্রদের উপর হামলার সময় সরাসরি সম্পৃক্ত ছিলেন। এ ঘটনায় আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা হয়। প্রধান শিক্ষক আব্দুল কাদের এর বিরুদ্ধেও একাধিক মামলা ছিল। এই মামলা থেকে রেহাই পেতে তিনি সম্প্রতি তার স্কুলের পাশের এলাকার বিএনপির এক নব্য নেতার সাথে আতাত করে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে তাকে স্কুলের সভাপতি বানায়। এ ঘটনায় এলাকার সচেতন মহল ও বিএনপির পুরোনো নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে বিএনপির আরেক গ্রুপ গত সপ্তাহে স্কুলের অফিস কক্ষে তাকে লাঞ্ছিত করে।
জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি বিস্ফোরক মামলার আসামী হিসেবে পাবনা জর্জ কোর্টে হাজিরা দিতে গেলে মহামান্য বিচারকের আদেশে পুলিশ আব্দুল কাদের মাস্টারকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থীরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। স্থানীয় সচেতন মহলও আনন্দ-মিষ্টি বিতরণ করেন। তবে তার এই আটকাদেশ কতদিন বহাল থাকবে এ নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী ছাত্রজনতা।
ভাবনার বিষয়
ReplyDeletePost a Comment