পাবনা প্রতিনিধি:
পাবনায় ড্যাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান দায়রা জজ আদালতের স্পেশাল পিপি এডভোকেট রাজিউল্লাহ রঞ্জুর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত পাবনা সদর জেনারেল হাসপাতালের পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. সিরাজুল ইসলাম শুভ, সদর জেনারেল হাসপাতালের ডা. হাসানুজ্জামান টুটুল, ড্যাব পাবনা জেলার সদস্য ডা. মো: ওয়াহিদুজ্জামান,সদর জেনারেল হাসপাতালের ডা. মেহেদী ইবনে মোস্তাফা।
এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের ছাত্রদল নেতা সাগর মাহমুদ, মান্নান মন্ডল, হাসিবুল হাসান শুভ, তরিকুল ইসলাম।
দলীয় নেতাকর্মীদের মাঝে আরো উপস্থিত ছিলেন পাবনা জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক সাব্বিরুল ইসলাম ছোট,সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা মাহফুজুর রহমান শ্রাবণ প্রমুখ।
Post a Comment