পাবনায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার বাবু মন্ডলের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি 

পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানা এলাকার সাগরকান্দি ইউনিয়নের চর কেষ্টপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে আটক হয় বাবু মন্ডল।আটকের পরে তাকে আমিনপুর থানায় সোপর্দ করেন সেনাবাহিনী।

বাবু মন্ডলকে আটকের প্রতিবাদে শুক্রবার (১০ জানুয়ারি)সকালে পাবনার  আমিনপুর এলাকার সাগরকান্দি ইউনিয়নের চর কেষ্টপুর গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সাগরকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এলাকাবাসীর ব্যানারে।মানববন্ধনে ওই এলাকার প্রায় কয়েক শতাধিক নারী পুরুষ অংশ নেন। এসময় মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা তাদের বক্তব্যে দাবি করেন বাবু মন্ডলের এলাকায় ব্যাপক জনপ্রিয় মানুষ তিনি সব সময় এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন।তার জনপ্রিয়তায় হিংসাত্মক হয়ে তার প্রতিপক্ষের লোকজনের চক্রান্তের শিকার হয়েছেন বাবু।এ সময় তারা বাবু মন্ডলের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা দাবি করে প্রতিবাদ জানান।

বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণকারী জহির মাতব্বর বলেন, বাবু মন্ডল বর্তমানে শ্রীপুর পাওয়ার প্লান্টে সততার সাথে কর্মরত ছিলেন।একটি গোষ্ঠী  পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে যৌথ বাহিনীর কাছে মিথ্যা তথ্য দিয়ে তাকে গ্রেফতার করিয়েছে।বিএনপির সমর্থন  করায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মামলার শিকারও হয়েছেন সদ্য গ্রেফতার হওয়া বাবু মন্ডল।আমি বাবুর আটকের বিষয়ে পুনঃতদন্ত করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে মুক্তি দাবি করছি।

মানববন্ধনে অংশগ্রহণ করা মোছা: নিলুফা ইয়াসমিন নামের এক নারী বলেন,বাবু ভাই একজন খুব ভালো মানুষ।তিনি আমাদের সাথে কোনদিন কোন খারাপ ব্যবহার করেননি।বাবু ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা আমি এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং বাবু ভাইয়ের মুক্তি দাবি করছি।

0/Post a Comment/Comments