নিজস্ব প্রতিবেদক:
পাবনা জেলা এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে জেলার চরভবানীপুরে অবৈধ ভাবে নদীর মাটি কাটার সময় ৫টি ট্রাক, ১টি স্কেভেটর সহ জড়িত ৪ জনকে আটক করে কারাগারে প্রেরণ করেন।
সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে জেলা এনএসআই, পাবনার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর়ভবানীপুরে নদীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ৫টি ট্রাক, ১টি স্কেভেটরসহ জড়িত ৪জনকে আটক করে প্রত্যেককে ২০দিনের কারাদন্ড প্রদান করে।
আটককৃতরা হলো- ইসলামপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে ড্রাইভার মোঃ মাসুদ ড্রাইভার (৪৯), চরভাঙ্গাবাড়িযা গ্রামের মৃত শাহজালাল প্রামানিকের ছেলে হালিম (৪৫), চরবাঙ্গাবাড়িয়া গ্রামের রশিদ জর্দারের ছেলে মনির (২৫) ও টিকরী গ্রামের আব্দুল করিম হোসেনের ছেলে আব্দুর লতিফ (২৫)।
স্থানীয়দের অভিযোগ বেশ কিছুদিন ধরে স্থানীয় দুষ্কৃতিকারী চরভবানীপুরে পদ্মা নদীতে মাটি খেকো জসিম, সোহাগ অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল।
যার ফলে উক্ত এলাকায় পরিবেশ নষ্ট হওয়াসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বন্যার সময় আশেপাশের শতশত বিঘার আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়।
এছাড়াও সম্প্রতি মাটিকাটা ট্রাক্টরের নিচে চাপা পড়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে।
উপপরিচালক এনএসআই পাবনার পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন, পাবনার একটি টিম উক্ত অভিযান পরিচালনায় অংশ নেয়।
Post a Comment