বি.কে ফাউন্ডেশণের উদ্যোগে ঈমাম সম্মেলন অনুষ্ঠিত - Pabnar Somoy

মীর শাহাদাৎ হোসাইন:

পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার অন্তর্গত দয়ালনগরে অবস্থিত বি.কে ফাউন্ডেশণ ও বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির উদ্যোগে  অদ্য ০৩/১২/২০২৪ ইং তারিখ আদর্শ সমাজ বিনির্মানে ঈমামদের ভুমিকা শীর্ষক এক কর্মশালা লাইব্রেরি ভবন প্রাঙ্গনে  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবুল কাশেম প্রামানিক, প্রধান শিক্ষক, কাজিরহাট উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সাহিত্য বিষয়ক সম্পাদক  জনাব মোঃ কামরুল ইসলাম।  প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হেলাল উদ্দিন ইবনে আঃ রাজ্জাক, খতিব,হুসাইন ইবনে আলী (রা.) জামে মসজিদ, কাশিনাথপুর,পাবনা। অনুষ্ঠানে মাসুমদিয়া ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন। ইমামদের মধ্যেই দায়িত্ববোধ ও ইতিবাচক মনোভাব তৈরির মাধ্যমে ইমামরাই হবেন সমাজের ইমাম এই প্রত্যয় ব্যক্ত করেন এবং পরবর্তীতে প্রতিমাসে যাতে এ ধরনের কর্মশালা অব্যাহত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। সবশেষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মোঃ আব্দুল বাতেন সাহেবের দীর্ঘায়ু কামনা করে  এবং  দেশ ও জাতির মধ্যে ইসলামী জীবন জাপনের প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

0/Post a Comment/Comments