দ্বিতীয় ধাপে পাবনার সাঁথিয়ার উপজেলার চার চেয়ারম্যানকে অব্যাহতি - Pabnar Somoy

নিউজ ডেস্ক:

কর্মস্থলে অনুপস্থিত থাকায়, পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হওয়ায়, ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী পাবনা জেলা প্রশাসক ওই চার ইউপিতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পনে নির্দেশ প্রদান করেন। চার চেয়ারম্যানরা হলো নন্দনপুরের লিটন মোল্লা, ক্ষেতুপাড়ার মুনসুর আলম পিন্চু, ধোপাদহের বাবলু ও আর- আতাইকুলার মিরাজুল ইসলাম। নন্দনপুর, ক্ষেতুপাড়া ও আর আতাইকুলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তার দাযিত্ব দেয়া হয়েছে  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাতুল হক কে। ধোপাদহের দায়িত্বে প্যানেল চেয়ারম্যান ছানাউল্লাহ। এ দিয়ে মোট ৬ জন চেয়ারম্যানকে অব্যাহতি প্রদান করা হলো।

0/Post a Comment/Comments