বিএনপির দুগ্রুপের সমাবেশ, সাগরকান্দী ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন - Pabnar Somoy

প্রতীকী ছবি

মীর্জা অপু:

পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দী ইউনিয়নে বিএনপির দুগ্রুপের সমাবেশের ডাক দেয়ায় ১৪৪ ধরা জারি করেছে উপজেলা প্রশাসন।

সোমবার(২১ অক্টোবর) সাগরকান্দী বাজার তৎসংলগ্ন এলাকায় এডভোকেট সেলিম রেজা হাবিব গ্রুপের তরিকুল ইসলাম এবং কৃষিবিদ হাসান হাসান জাফির তুহিন গ্রুপের আব্দুস সালাম মোল্লা একই স্থানে এবং একই সময় সভা- সমাবেশ করায় উক্ত সমাবেশ ঘিরে এলাকায় চরম  উত্তেজনা বিরাজ করায় এবং আইনশৃংখলা পরিস্থতির মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষ সমুহের সম্ভাবনা থাকায় সাগরকান্দী ইউনিয়নের সাগরকান্দী বাজার এলাকা,শ্যামগঞ্জ বাজার এলাকা,খলিলপুর বাজার এলাকা,এবং তালিমনগর স্লুইসগেট সংলগ্ন এলাকায় আজ ২১/১০/২৪ইং দুপুর ১২:০০ টা হতে রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা করেছে সুজানগর উপজেলা প্রশাসন।

১৪৪ ধারা জারিকৃত সময়ে উক্ত এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশিয় কোন অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যাবহার,৫ জন ব্যাক্তি  বা তার অধিক ব্যাক্তি একত্রে চলাফেরা,সভা সমাবেশ,মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে!

0/Post a Comment/Comments