নিজস্ব প্রতিবেদক:
পাবনা আমিনপুর থানার অন্তর্গত নগরবাড়ি ঘাট সংলগ যমুনা নদী অবস্থিত । ১৩অক্টোবর থেকে ৩নভেম্বর পর্যন্ত মা ইলিশ মাছ ধরা নিষিদ্ধ আর তারই ধারেরিকতায় ২০অক্টোবর ২০২৪ইং তারিখে সকাল ১০টার সময় যমুনা নদীতে মা ইলিশ রক্ষার্থে বিশেষ অভিযান চালানো হয়েছে । আমিনপুর থানা এলাকার চরকল্যানপুর ঘাট এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা- ইলিশ আহরণ করার সময় ৯ ব্যক্তি ৩ টি ইঞ্জিন চালিত নৌকা, ৬,৫০ মিটার কারেন্ট জাল ও ৪.৫ কেজি জাটকা ইলিশ মাছ সহ আটক করেছে নগরবাড়ি নৌ পুলিশ ফাঁউী । আটককৃত ব্যক্তির হলেন মোঃ হারুন শিকদার ২২, মোঃ বাবুল মোল্লা (৫৪), মোঃ আজিজ মোল্লা (৪৫) মোঃ শরিফ উদ্দিন (২২)মোঃ বশির সরদার ২৮ মোঃজসিম শেখ (২৬) মোঃ সাচ্চু (১৫),মোঃ সুজন(১৪)মোঃ বাইজিদ (১৫) আটকিত ৪.৫কেজি ঝাটকা ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষকদের নিকট তুলে দেওয়া হয় ।
নৌ ফাঁড়ী অফিসার্স ইনচার্জ মোঃ আতিকুল হক সাংবাদিক কে জানাই ৩ জনের বয়স কম হওয়ায় অভিভাবকের নিকট মুচলেকায় জামিনে মুক্তি দেয়া হয় এবং ০৬ জন ব্যক্তির বিরুদ্ধে মৎস্য সংরক্ষন আইনে মামলা রুজু হয়েছে।
Post a Comment