মীর্জা অপু, পাবনা:
পাবনার আমিনপুরে অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে আমিনপুর হালিম মিয়ার পাটের গুদামের সামনে এ অভিযান চালানো হয়।উক্ত অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে ডিবি।
আটকরা হলেন,আমিনপুর থানা এলাকার চারানি পাড়ার আলম মিয়ার ছেলে সোহাগ মিয়া(২৮)এবং একই এলাকার রেজাউল করিমের ছেলে বুলবুল(৩৫)।
ডিবি ওসি হাসান বাসির জানান,মাননীয় পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা এর সার্বিক তত্বাবধানে এবং ওসি, ডিবি মোঃ হাসান বাসির এর নেতৃত্বে ইং ০৯/১০/২০২৪ তারিখ বিকাল ১৭.৪৫ ঘটিকার সময় ডিবি পুলিশের এসআই(নিঃ)হাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আমিনপুর থানাধীন জাতসাখিনী ইউপিস্থ আমিনপুর কলেজ গেইট সংলগ্ন জনৈক হালিম মিয়া পাটের কুঠির সামনে অভিযান পরিচালনা করিয়া ২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করে আটক দু’জনকে আমিনপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় ওসি ডিবি।
Post a Comment