সাঁথিয়া প্রতিনিধি:
দেশের মাধ্যমিক স্তরের সকল এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদরাসা জাতীয়করণের দাবিতে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে শিক্ষকরা মানববন্ধন করেন।
শিক্ষকরা বলেন,বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীরা চরম বৈষম্যের শিকার। বিগত সরকারের সময় বেশকয়েকবার আন্দোলন করার পরও তাদের জাতীয়করণের দাবি পূরণ করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা তাদের ন্যায্য দাবি পূরণ করবেন বলে তারা দৃঢ় আশাবাদী।
মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে এ মানববন্ধনে সোনাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ গোলাম মওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার আব্দুর রাজ্জাক, বিটিএ'র কেন্দ্রীয় সহ-সভাপতি ইকবাল হোসেন, বাশিস'র সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিতি ছিলেন।
পরে শিক্ষকনেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দেন।
Post a Comment