সুজানগরে রাণীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত - Pabnar Somoy

নিজস্ব প্রতিবেদক:

পাবনা সুজানগরে রাণীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশালকর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার ২৯ সেপ্টেম্বর) বিকালে রাণীনগর বিলগাজনা উচ্চ বিদ্যালয় মাঠে মাহ্তাব আলী মৃর্ধার সভাপতিত্বে এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির   সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপির আহব্বায়ক এবিএম তৌফিক হাসান, পৌর বিএনপির আহব্বায়ক মো: কামরুল হুদা , উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আঃ রউফ বেড়া উপজেল  স্বেচ্ছাসেবক দলের  সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের  সহ সভাপতি মোঃ মঞ্জুর  আলম সিকদার   , পৌর বিএনপির সদস্য সচিব মো: জসিম বিশ্বাস,, বেড়া উপজেলা বিএনপির  সাবেক সভাপতি  ও জাতসাখনী  ইউনিয়ন  বিএনপির সভাপতি, বেড়া উপজেলা বিএনপির  সাবেক সহ-সভাপতি  মোঃ আঃ গনি ফকির  কাজী মোঃ  জহিরুল হক সদস্য  সচিব বেড়া উপজেলা কৃষক দল  সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে সকল বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে বিজয়ের লক্ষ্যে কাজ করে যেতে হবে।

0/Post a Comment/Comments