ভারতীয় নীতি নির্ধারকরা আ.লীগকে পুনর্বাসন করতে ষড়যন্ত্র করছে : পাবনায় রিজভী - Pabnar Somoy

মীর্জা অপু (পাবনা) : 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পলাতক আওয়ামী লীগকে পুণর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ইউনুস-তারেক রহমানের বৈঠকের পর তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। 

শুক্রবার (২০ জুন) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষকতায় পাবনার চাটমোহরের প্রবীণ বিএনপি নেতা আবু তাহের ঠাকুর’-কে দেখতে গিয়ে সাংবাদিকদের রিজভী এসব কথা বলেন। এ সময় প্রবীণ বিএনপি নেতা আবু তাহের ঠাকুরের হাতে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান তুলে দেন। 

তাহের ঠাকুরকে উদ্দেশ্য করে রিজভী বলেন, লোহা পুড়িয়ে সংসার চালিয়েও তিনি (তাহের ঠাকুর) দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। জেলা বিএনপি যেন সার্বক্ষণিক তার খোঁজখবর রাখে। 

আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে রিজভী বলেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যৌক্তিক সময়েই হবে। আরও অনেক দল যে দাবি করেছে এ আলোকেই নির্বাচন হবে। আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি। এবারের নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে। 

এখন আমরা গণতন্ত্রের পথে হাটছি। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ১৬ বছরের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকে গুম হয়েছে। নেতাকর্মীরা মামলা ও গ্রেফতার থেকে রক্ষা পাইনি। ফ্যাসিবাদের দিনগুলি ছিল ভয়ঙ্কর। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, যুগ্ম-আহবায়ক আনিসুল হক বাবু সহ অনেকে। 

আবু তাহের প্রামাণিক ওরফে তাহের ঠাকুরের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। তিনি চাটমোহর উপজেলা শ্রমিক দলের সভাপতি ছিলেন। ত্যাগী এ বিএনপি নেতার অসুস্থতা নিয়ে মানবেতর জীবনযাপন সম্পর্কে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে বিষয়টি পড়লে তিনি আর্থিক সহযোগীতা ও খোঁজখবর নিতে নির্দেশনা দেন।

0/Post a Comment/Comments