মির্জা অপু,পাবনা :
এন এস আই পাবনার তথ্যের ভিত্তিতে পাবনার বেড়া উপজেলার আমিনপুরে দিনভর অভিযান পরিচালনা করেছেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম।এ সময় ইউএনওর সাথে ছিলেন সেনাবাহিনী,এন এস আইয়ের কর্মকর্তা।
উক্ত অভিযানে কাজিরহাট পল্টন ঘাটের চার্জ সরকার নির্ধারিত মূল্যর চেয়ে বর্ধিত টাকা নেয়ার অপরাধে সাদিকুল ইসলাম নামের একজনকে জেল জরিমানা করেন ইউএনও।
অন্যদিকে স্পিড বোডের ২২০ টাকার ভাড়া ২৫০ টাকা নেয়ার অভিযোগ উঠে বোড কাউন্টারের বিরুদ্ধেসেখানে অভিযানে গেলে তারা কাউন্টার বন্ধ করে পালিয়ে যায়।
কাজিরহাট বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে মাটি কাটার পয়েন্টে অভিযান চালানো হয় তবে সেখান থেকে সবাই পালিয়ে যায় সে সময় সেখানে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে একটি ভেকু মেশিন ধ্বংস করা হয়।অপরদিকে জাতসাখিনি ইউনিয়নের কেষ্টপুরে অবৈধ মাটির পয়েন্টে অভিযান পরিচালনা করে ইউএনও সেখানে কাউকে না পাওয়ায় একটি ভেকু মেশিন ধ্বংস করা হয়।
এ সময় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম বলেন,অবৈধ বালু ,মাটিসহ অন্যান্য অবৈধ যত কার্যক্রম এ এলাকায় হবে বা হচ্ছে সেটা কোন ভাবেই হতে দেওয়া হবে না।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।তবে সাধারণ জনগণ,গণমাধ্যম কর্মীদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে বলেও জানান ইউএনও।
Post a Comment