মির্জা অপু,পাবনা :
পাবনার আমিনপুর থানার বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে ডিবি অপর একজন আসামি ঘটনা স্থান থেকে পালিয়ে যায়।
রোববার (১৩ এপ্রিল ) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আমিনপুর বাজার সংলগ্ন এলাকা ফুটবল মাঠের পাশে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে।তারই ধারাবাহিকতায় সেখানে অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশ।
এ সময় মাদক বিক্রির সময় হাতে নাতে আসলামকে আটক করে ডিবি অপরজন জুয়েল শেখ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।তবে পুলিশের করা মামলায় ২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ইয়াবা ব্যবসার প্রধান খোকন সে তার ছোট ভাই জুয়েলের মাধ্যমে বিভিন্ন এলাকায় কমিশন ভিত্তিক বিক্রেতা নিয়োগ করে দীর্ঘদিন এ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।স্থানীয়রা বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে তারা রাজনৈতিক আশ্রয়ে চলে যায়।
ডিবির অভিযানকে স্বাগত জানিয়েছে আমিনপুরের সুশীল সমাজ।তবে তারা জানান মূল ব্যবসায়ী খোকনকে গ্রেপ্তার করতে পারলে তাদের মাদকের সিন্ডিকেট নির্মূল করা সম্ভব বলে মনে করেন তারা।
এ বিষয়ে আমিনপুরের ওরফ মিয়ার সাথে কথা হলে তিনি বলেন,এই খোকন তার ভাই জুয়েল আসলামসহ এলাকার কিশোরদের মাধ্যমে মাদক বিক্রি করে আসছে যার ফলে এ এলাকার কিশোর গুলো মাদকের সাথে জড়িয়ে পড়ছে এবং তাদের জীবন বিপন্ন হয়ে পড়ছে।এই মাদকের সিন্ডিকেট এখনই নির্মূল করতে না পারলে আমিনপুর থানা এলাকার কিশোরদের জীবন হুমকির মুখে পড়বে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) হাসান বাসীর জানান,মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত জেলা গড়তে প্রতিনিয়ত আমরা অভিযান পরিচালনা করছি।তারই ধারাবাহিকতায় জেলার আমিনপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে আমিনপুর বাজারস্থ স্থান থেকে মাদক দ্রব্য বিক্রয়ের সময় আসলাম নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হই সে সময় তার নিকট থেকে ২০০ পিচ ইয়াবা জব্দ করা হয় অপর আসামি জুয়েল সেখান থেকে পালিয়ে যায় তার ফেলে যাওয়া সিগারেটের প্যাকেটে থাকা ৩০ পিচ জব্দ করা হয়।
মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)সারণিক (১০) ধারায় আলামত জব্দ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকসহ সকল প্রকার অপরাধে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ সজা সজাগ রয়েছে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি হাসান বাসির।
Post a Comment