চাঁদার টাকা না পেয়ে কুপিয়ে জখম করলেন চাঁদাবাজ -Pabnar Somoy

পাবনা প্রতিনিধি 

চাঁদার টাকা না পেয়ে কুপিয়ে গুরুতর জখম করলেন চাঁদাবাজ। ঘটনাটি ঘটেছে বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের রতনগঞ্জ স্লুইচ গেট পাম্প হাউজ এলাকায়।শনিবার (১৫ মার্চ) বিকেলে রতনগঞ্জ স্লুইচ গেট পাম্প হাউজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে।

জানা যায়,মোঃ মারুফ মোল্লা বিআইডব্লিউটিএতে চাকুরি করেন তার কর্মস্থল থেকে বাড়িতে আসলে স্থানীয় চাঁদাবাজ জাহাঙ্গীর খাঁ এবং মোঃ জামাল খাঁ তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।মারুফ মোল্লা তাদের কাছে জানতে চায় আমি কেন চাঁদা দিবো উত্তরে তারা বলেন এতো কথা বলার প্রয়োজন নাই অনেক টাকা কামাতচ্ছিন টাকা চাইছি টাকা দিবি।পরবর্তীতে চাঁদার টাকা না দেয়ায় কুপিয়ে গুরুতর জখম করে আহত করে মারুফকে।এ সময় মারুফের আত্মীয় স্বজনেরা তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করেন এ সময় ৫ জন গুরুতর আহত অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলায় গুরুতর আহত মারুফ মোল্লা বলেন,আমি একজন চাকরিজীবী সীমিত আয়ে আমার সংসার চালাতে হয়।মাত্র একদিন হলো ছুটিতে বাড়িতে এসেছি।বাড়িতে আসতে না আসতেই আমার কাছে চাঁদা দাবি করেন মতিন মোল্লাসহ কয়েকজন।আমি তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।আমাকে বাঁচাতে আমার আত্মীয় স্বজন এগিয়ে আসলে তাদের কেউ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তারাও গুরুতর আহত হয়।এই জাহাঙ্গীর খাঁ তার বাহিনী দিয়ে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করছে এতে এলাকার ছাত্র থেকে যুব সমাজের অনেকেই মাদকে আসক্তি হয়ে যাচ্ছে।আমি একজন আমার এলাকার সুনাগরিক হিসাবে এগুলো বন্ধের দাবি জানাচ্ছি।

অন্যান্য আহতরা হলেন,মতিন মোল্লা,সজিব মোল্লা,মুন্নাফ মোল্লা,জিহাদকে কুপিয়ে গুরুতর আহত করেন চাঁদাবাজেরা।আহত সকলেই রতনগঞ্জ স্লুইচ গেট পাম্প হাউজ এলাকায়।

এ বিষয়ে ঘটনার দিনেই আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মারুফের চাচাতো ভাই এনামুল মোল্লা।

এ বিষয়ে আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আলমগীর হোসেন বলেন,ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি হাসপাতালের রিপোর্ট আহতদের ছবি ইতিমধ্যে থানায় তারা জমা দিয়েছে।পুলিশ বিষয়টি তদন্ত করছে তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।অপরাধী সে যেই হোক না কেন অবশ্যই তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

0/Post a Comment/Comments