বেড়া (পাবনা) প্রতিনিধি:
সারা দেশে নারী ও শিশু শ্লীলতাহানি,হয়রানি বৃদ্ধি এবং মাগুরায় আছিয়া ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সকল ধর্ষক এবং সহযোগীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে পাবনার আমিনপুর থানাধীন কাজিরহাটে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বেলা ৪ ঘটিকার সময় রুপপুর ইউনিয়ন ছাত্রদলের তরুণ ছাত্রনেতা মোঃ সোহাগ মোল্লা এবং বেড়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ রানা খানের নেতৃত্বে কাজিরহাট বাস স্ট্যান্ডে সারাদেশে নারী ও শিশু শ্লীলতাহানি, হয়রানি বৃদ্ধি এবং মাগুরার আছিয়া ধর্ষণ কান্ডের প্রতিবাদে সকল ধর্ষক ও তার সহযোগীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ মিছিলে রুপপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ছাত্র নেতারা অংশ নেন।
এ সময় ছাত্র নেতারা সারাদেশে ঘটে যাওয়া সকল ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের অনিতিবিলম্বে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
Post a Comment