পাবনায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ ও সম্প্রতি সমাবেশ - Pabnar Somoy

পাবনা প্রতিনিধি: 

পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ ও সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে শ্রী শ্রী জয়কালী মন্দিরে দুর্গাপূজা উদযাপন ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে এই বস্ত্র বিতরণ ও সস্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মর্জিনা লতিফ ট্রাস্টের মহাসচিব আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। 

পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখা সভাপতি   রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত  প্রশাসক ( সার্বিক) শরিফ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সেক্রেটারি প্রিন্সিপাল মোহাম্মদ ইকবাল হোসাইন,, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাসুদ খন্দকার, জেলা পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা মর্জিনা লতিফ ট্রাস্টের পৃষ্ঠপোষকতা দুঃস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করে।

0/Post a Comment/Comments